এই মুহূর্তে




ফের উত্তাল ঢাকা, এরশাদের দলের কার্যালয় পুড়িয়ে দিল জামায়াত সন্ত্রাসীরা




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের অগ্নিগর্ভ বাংলাদেশের রাজধানী ঢাকা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের জাতীয় পার্টির কার্যালয় আগুনে পুড়িয়ে দিল জামায়াত ইসলামীর সশস্ত্র শাখা হিসাবে পরিচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে গোটা কার্যালয়। গুরুত্বপূর্ণ নথিও পুড়ে গিয়েছে। আগুন নেভাতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতে মার খেতে হয়েছে দমকল কর্মীদের। গোটা  ঘটনার নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তথা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হাসনাত আবদুল্লাহ। দলের প্রধান কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় পার্টি। দলের তররফে অভিযোগ করা হয়েছে, পাকিস্তানের পোষ্যভৃত্য তথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের নির্দেশেই কার্যালয় আগুন দিয়ে পোড়ানো হয়েছে।

গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরেই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের প্রধান কার্যালয় পুড়িয়ে দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সশস্ত্র ক্যাডাররা। সেই সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসাবে পরিচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি। গত কয়েকদিন আগেই প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন জামায়াত ইসলামীর সন্ত্রাসী শাখা হিসাবে পরিচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা।  পাল্টা ছাত্র জোটের দুই নেতা তথথা পাকিস্তানি চর হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত হিসাবে ঘোষণা করেছিল জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব। ফলে কার্যত সম্মুখসমরে হাজির হয়েছিল দুই পক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সশস্ত্র মশাল মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। অধিকাংশ মিছিলকারীর হাতে ছিল পিস্তল, রিভলবার সহ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। বিজয়নগরে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের সামনে যায় মিছিল। আর আচমকাই কার্যালয় ভাঙচুর শুরু করে সন্ত্রাসীরা। বাধা দিতে গেলে জাতীয় পার্টির কার্যালয়ে উপস্থিত দলীয় কর্মী-সমর্থকদের বেধড়ক মাররধর করা হয়। ব্যাপক ভাঙচুরের পরে কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাউ-দাউ করে পুড়তে থাকা কার্যালয়। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকল কর্মীদের মারধর করার পাশাপাশি আগুন নেভানোর কাজেও বাধা দেওয়া হয়। নিমিষেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা।

আগুনে যখন জাতীয় পার্টি দাউ-দাউ করে জ্বলছিল ঠিক তখনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তথা পাকিস্তানি চর হাসনাত আবদুল্লাহ হুঙ্কার ছাড়েন, আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার দলের সহযোগীদের বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না। বিএনপি যদি ভেবে থাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধা দেবে তাহলে ওই দলের প্রধান কার্যালয়ও আগুনে পুড়িয়ে দেওয়া হবে। নব্য বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের সপক্ষে থাকা কোনও দলকে রাজনীতি করতে দেওয়া হবে না।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাম্পের বার্তায় রাতের ঘুম উবেছে ইসলামি জিহাদিদের পাণ্ডা মোল্লা ইউনূসের

ইউনূসের ঘুম কেড়ে বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে কড়া বার্তা ট্রাম্পের

ইউনূসকে ‘সবচেয়ে বড় ফ্যাসিস্ট’ বলে আক্রমণ হাসিনা পুত্র জয়ের

তিন দিনেই শেষ চট্টগ্রাম টেস্ট, টাইগারদের চুনকাম করল আফ্রিকার সিংহরা

বাংলাদেশে ৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন, বাদ গেল বঙ্গবন্ধু-শেখ হাসিনার নাম

হিন্দু নির্যাতন নিয়ে সরব, সবক শেখাতে চট্টগ্রামে ইসকন সচিবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর