এই মুহূর্তে




দমবন্ধ করা ভিড়, ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা কলকাতা মেট্রোয়

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: বছরের এমনি সময়েই সে শহরের Lifeline। পুজোর সময়ে সেই হয়ে ওঠে নির্বিঘ্নে যাতায়াতের সব থেকে বড় মাধ্যম। কিন্তু নির্বিঘ্নের সেই যাত্রাই বড় বিপদ ডেকে আনতে পারে যে কোনও মুহুর্তে। আর সেটা চাক্ষুষ করে নড়েচড়ে বসতে বাধ্য হলেন কলকাতা মেট্রোর(Kolkata Metro) আধিকারিকেরা। গত কয়েকদিন ধরেই চোখে পড়ছিল কলকাতা মেট্রো চলছে ভিড়ে ঠাসা হয়ে। সেই ভিড়ের জেরে কোথাও কোথাও ট্রেনের দরজাও বন্ধ হচ্ছিল না। আর তার জেরে ট্রেন দেরীতেও চলছিল। ষষ্ঠীর দিন সেই ভিড়(Huge Crowd) কার্যত দমবন্ধ(Suffocating Situation)  করার মতো পরিস্থিতি ডেকে আনে। একের পর স্টেশন ভিড়ঠাসা। যাত্রীদের উঠতে-নামতে কার্যত জামা-কাপড় খুলে যাওয়ার উপক্রম। ভিড়ের চোটে কাজ করছে ট্রেনের ভিতরে থাকা বাতানুকূল যন্ত্রও। অগত্যা এইসব দেখে নড়েচড়ে বসলেন মেট্রোর কর্তারা। কেননা এদিন সপ্তমী থেকে নবমী পর্যন্ত টানা তিন দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে সারা রাত ট্রেন চলবে। আবার মধ্যরাত পর্যন্ত ট্রেন মিলবে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ এবং ধর্মতলা থেকে হাওড়া ময়দান। এই ৩ দিন সেই ভিড় সামলাতে বিশেষ নিরাপত্তা-ব্যবস্থা(Special Security Arrangements) চালু করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আরও পড়ুন, ‘সত্যমেব জয়তে’, আর জি করের চার্জশিটই জিতিয়ে দিল কলকাতা পুলিশকে

মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন থেকে জরুরি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শতাধিক অতিরিক্ত কর্মী বিভিন্ন স্টেশনে মোতায়েন রাখা হবে। প্রতি স্টেশনে ভিড় সামাল দেওয়ার জন্য আলাদা করে বুকিং কাউন্টার খোলা হচ্ছে। সব স্টেশনেই থাকছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘কুইক রেসপন্স টিম(Quick Response Team), মহিলা রেলরক্ষী এবং স্টেশনে টহলদারির ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণেশ্বর, দমদম, শ্যামবাজার, সেন্ট্রাল, শিয়ালদা, কালীঘাট, রবীন্দ্র সরোবরের মতো কিছু স্টেশনকে চিহ্নিত করা হয়েছে। এই সব স্টেশনের কাছে একাধিক ‘বড় পুজো’ রয়েছে। এই কারণেই এই স্টেশনগুলোয় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।’ একই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, অতিরিক্ত ভিড়ের কারণে মেট্রোর দরজা বন্ধ করতে সমস্যা হচ্ছে। ফলে, প্রতি স্টেশনেই নির্ধারিত সময়ের থেকে ট্রেনকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বেশি ক্ষণ। আর সে কারণেই মেট্রো সময়ে চালানো সম্ভব হচ্ছে না। একই সঙ্গে তাঁদের যুক্তি, অতিরিক্ত ভিড়ের কারণেই বাতানুকূল যন্ত্রের প্রভাব যাত্রীদের অনুভূত হচ্ছে না।

আরও পড়ুন, যাত্রী সংখ্যায় নয়া রেকর্ড গড়ার পথে কলকাতা বিমানবন্দর

গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে, ভিড়েঠাসা অবস্থায় দৌড়াচ্ছে মেট্রো। স্টেশনে স্টেশনে টিকিট কাটার লাইনও লম্বা। স্টেশন চত্বর ভিড়ে ঠাসা। নিত্যযাত্রীর পাশাপাশি ঠাকুর-দর্শনার্থীদের ভিড়ে মেট্রো উপচে পড়ে। নিত্যযাত্রীদের একাংশের অভিযোগ, কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে এমন অনেকেই মেট্রোয় সওয়ার হচ্ছেন, যারা পাতালরেলে ওঠানামার ‘নিয়ম’ সম্পর্কে অবহিত নন। এই ‘অনিয়মিত’ যাত্রীদের জন্যই বিপাকে পড়তে হচ্ছে বলে দাবি ওই অংশের। আবার অনেকে অভিযোগ করছেন, ট্রেন সময় মতো আসছে না। ডিসপ্লে বোর্ডে দক্ষিণেশ্বরগামী ট্রেন দেখালে আসছে দমদমগামী ট্রেন। ভিড়ের ঠেলায় অনেকেই নির্দিষ্ট স্টেশনে নামতে পর্যন্ত পারছেন না। ট্রেনের ভিতরেই চলছে ঠেলাঠেলি, চিৎকার, মায় হাতাহাতিও। সব থেকে খারাপ অবস্থায় পড়তে হচ্ছে বয়স্কদের। তাঁরা তাঁদের জন্য নির্ধারিত আসনে গিয়ে বসতেও পারছেন না। প্রবল ভিড়ের কারণে মেট্রোর ভিতরে দমবন্ধকর পরিস্থিতি তৈরি হচ্ছে। এসি চললেও ঠান্ডা অনুভূত হওয়ার বদলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেকেরই। দেখার বিষয় এদিন থেকে এই ছবিতে বদল আসে কিনা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

সপ্তমীর সন্ধ্যায় জনজোয়ারে ভাসল মহানগর

ধর্মতলার অনশন গিয়ে চিঠি ধরালো পুলিশ, অনড় ডাক্তাররা

আংশিক কর্মবিরতির ঘোষণা আর এন টেগোর হাসপাতালের সিনিয়র ডাক্তারদের

আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস, স্বাস্থ্যসচিবের নির্দেশে তদন্ত

দর্শনার্থীদের সঙ্গে চলবে না কোনও খারাপ ব্যবহার, বাহিনীকে কড়া বার্তা মনোজ ভার্মার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর