এই মুহূর্তে




দর্শনার্থীদের সঙ্গে চলবে না কোনও খারাপ ব্যবহার, বাহিনীকে কড়া বার্তা মনোজ ভার্মার

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: উৎসবের মরশুমে কলকাতা পুলিশের(Kolkata Police) আধিকারিক এবং কর্মীদের একাধিক নির্দেশ দিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা(Monoj Verma)। লালবাজার সূত্রের খবর, শহরের সব থানা এবং ট্র্যাফিক গার্ডের অফিসারদের কমিশনার জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করলে তাঁর বিরুদ্ধে Zero Tolerance নীতি নিতে হবে। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করতে হবে। একই সঙ্গে প্রবীণ, মহিলা ও শিশুদের সঙ্গে নমনীয় আচরণ করতে বাহিনীকে নির্দেশ দিয়েছেন কমিশনার। মনোজের নির্দেশ, খারাপ আচরণ করে বাহিনীর ভাবমূর্তি নষ্ট করলে তা মেনে নেওয়া হবে না। পুজোর সময়ে কোনও পুলিশ কর্মী মত্ত অবস্থায় থাকলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছে। ফলে দুর্গাপুজোকে অগ্রাধিকার দিয়ে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন, অনশন আন্দোলনের জেরে ক্ষুব্ধ চিকিৎসকদের একাংশও, ট্যুইট কুণালেরও

দুর্গাপুজো(Durga Puja) উপলক্ষে রাস্তাঘাটে অসংখ্য মানুষের ভিড়। তার সুযোগ নিয়ে যাতে কোনও অপরাধ বা অঘটন না ঘটে, সে বিষয়েও তৎপর রয়েছে পুলিশ। সাদা পোশাকে দিনরাত কড়া নজরদারি চালাচ্ছেন পুলিশ কর্মীরা। একই সঙ্গে সিসিটিভি ক্যামেরায় চলছে নজরদারি। লালবাজার সূত্রের খবর, এখন শহরজুড়ে প্রায় ২৭ হাজার সিসিটিভি ক্যামেরা রয়েছে। লালবাজার কন্ট্রোল রুম থেকে প্রতিটি ক্যামেরায় নজর রাখা হচ্ছে। ঠাকুর দেখতে গিয়ে ভিড়ের মধ্যে যদি কেউ হারিয়ে যায়, সে জন্যও বিশেষ ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। তাঁরা Child Welfare Committee ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্মিলিতভাবে একটি পরিষেবা চালু করেছেন, যার নাম দেওয়া হয়েছে ‘বন্ধু কলকাতা।’ এজন্য চালু হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর – ৯১৬৩৭৩৭৩৭৩। ভিড়ের মধ্যে কেউ হারিয়ে গেলে তাঁর পরিবার এই নম্বরে ফোন করে পুলিশকে জানাতে পারবেন। একইসঙ্গে পুজোর দিনগুলিতে মত্ত চালকদের দাপাদাপি রুখতে কড়া হওয়ার কথা বলা হয়েছে সব ট্র্যাফিক গার্ডগুলিকে।

আরও পড়ুন, গ্রেফতার হওয়া ৯ সঙ্গীকে ছাড়াতে সপ্তমীর সকালেও বেন্টিঙ্ক স্ট্রিটে ধর্নায় আন্দোলনকারীরা

এদিন সপ্তমী। তাই কলকাতার মণ্ডপগুলিতে জনজোয়ার আছড়ে পড়বে। সেই ভিড় সামলাতে আরও বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে পুলিশের গোয়েন্দাদের কাছেও খবর রয়েছে, পুজোর দিনগুলিতে মণ্ডপে মণ্ডপে গন্ডগোল করার পরিকল্পনা রয়েছে। তাই মণ্ডপগুলিতে বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ। সেখানে সাদা পোশাকের পুলিশও মোতায়েন করা হয়েছে। অভয়া পরিক্রমা নিয়ে চাঁদনিতে যে ধুন্ধুমার কাণ্ড ঘটল, এর পর শহরে মণ্ডপ চত্বরগুলিতে বাড়তি নিরাপত্তার ব‌্যবস্থা করা হচ্ছে বলে খবর। পুজোর ভিড় সামলাতে এবার দশ হাজার পুলিশ রয়েছে রাস্তায়। রয়েছে ট্রাফিক, স্পেশাল ব্রাঞ্চ এবং গোয়েন্দা বিভাগ। ডিসি পদমর্যাদার আধিকারিক রয়েছেন ৩৬জন। ২০০টি পিকেট করা হয়েছে। কোথাও কোনও গন্ডগোল হলে যাতে দ্রুত পৌঁছনো যায় তার জন‌্য Heavy Radio Flying Squad বা HRFS রয়েছে ২৫টি। মণ্ডপগুলিতে ড্রোন দিয়েও নজরদারি চালানো হচ্ছে। অ‌্যা‌ম্বুল‌্যান্স রয়েছে ৩০টি।অসেই সঙ্গে আজ থেকে আরও বেশি সংখ‌্যক পুলিশ মোতায়েন করা হবে বলে লালবাজার সূত্রে খবর। জলপথেও নজরদারি চালাচ্ছে রিভার ট্রাফিক পুলিশ। জলপথে দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত ব‌্যবস্থা নেওয়া যায় সেজন‌্য রয়েছে পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

সপ্তমীর সন্ধ্যায় জনজোয়ারে ভাসল মহানগর

ধর্মতলার অনশন গিয়ে চিঠি ধরালো পুলিশ, অনড় ডাক্তাররা

আংশিক কর্মবিরতির ঘোষণা আর এন টেগোর হাসপাতালের সিনিয়র ডাক্তারদের

আর জি কর হাসপাতালের ট্রমা কেয়ারে রক্তমাখা গ্লাভস, স্বাস্থ্যসচিবের নির্দেশে তদন্ত

গ্রেফতার হওয়া ৯ সঙ্গীকে ছাড়াতে সপ্তমীর সকালেও বেন্টিঙ্ক স্ট্রিটে ধর্নায় আন্দোলনকারীরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর