এই মুহূর্তে




মহিলা সাংবাদিকের বিস্ফোরক অভিযোগে তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করছে সিপিএম




নিজস্ব প্রতিনিধি : সাক্ষাৎকার দিতে গিয়ে নাকি মহিলা সাংবাদিকের কোলে বসে পড়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। রবিবার অপরাহ্নে এই অভিযোগ জনসমক্ষে আসতে। তোলপাড় শুরু হয়েছে বাম মহলে। এই অভিযোগ প্রসঙ্গে রবিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মোঃ সেলিম(Md. Salim) জানান যে, অভিযোগ এসেছে তাতে তদন্তের প্রয়োজন। তবে অভিযোগ যে ধরনের এসেছে তাকে দল কখনোই সমর্থন করে না। তাই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে আপাতত দল থেকে সাসপেন্ড করা হচ্ছে। এর পাশাপাশি মোঃ সেলিম এও বলেন বুঝতে পারছি না কেন তিনি এই ধরনের সাক্ষাৎকারগুলো বাড়িতে ডেকে দিতেন। তদন্ত প্রক্রিয়া শুধু হতে কিছুটা সময় লাগবে এটা সিপিএম দল আভ্যন্তরীণ টিমকে দিয়ে করাবে। কিন্তু ততদিন দলের যাবতীয় কর্মসূচি থেকে দূরে থাকতে হবে তন্ময় ভট্টাচার্যকে। সাসপেন্ড হওয়ার দরুন কোন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করতে পারবেন না।

এদিকে’ ‘ টেলিফোনে একান্ত সাক্ষাৎকারে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য(Tanmay Bhatatcharya) বলেন,’ আমি স্তম্ভিত, সম্পূর্ণ মিথ্যে এবং বানানো অভিযোগ। মেয়েটি এঁর আগে ১০ বার আমার সাক্ষাৎকার নিয়েছে । আজকে সে কেন এই ধরনের অভিযোগ করল বুঝতে পারছি না। ‘রবিবার সন্ধ্যায় সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে প্রতিবেদককে জানান, একটি স্মরণ সভা অনুষ্ঠানে বর্তমানে রয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে এরকম একটি গুরুতর অভিযোগ জনসমক্ষে এসেছে তার প্রতিক্রিয়া কি জানতে চাইলে, তন্ময় বাবু টেলিফোনের অপরপ্রান্ত থেকে বলেন, আমি স্তম্ভিত। যে অভিযোগ আমার দিকে তা আনা হয়েছে তা অসত্য এবং বানানো। এর আগে ওই মেয়েটি আমার দশ বার সাক্ষাৎকার নিয়েছে।

কিন্তু সে এবার কেন এই ধরনের ঘটনা ঘটালো তা তিনি বুঝতে পারছেন না বলে তন্ময় বাবু নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে ডি ওয়াইএফ আই -এর রাজ্য সভাপতি তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে ওঠা এই ধরনের অভিযোগের পুলিশি তদন্ত দাবি করেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ। উল্লেখ্য,সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। তিনি সাক্ষাৎকারের নামে   মহিলা সাংবাদিকের ওপর  অভব্য আচরণে করেছে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে(Social Media) এই পুরো ঘটনাটি সামনে এনেছেন নিগৃহীতা সাংবাদিক। সেখানেই তিনি স্পষ্টভাবে জানান,’  সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন, সেই সময় সিপিএম নেতা তাঁর কোলে বসে পড়েন।’ শুধু তাই নয় ওই মহিলা সাংবাদিক আরও জানিয়েছেন, ‘ কোলে বসে পড়েন আমি তখনই বলি, এরকম করবেন না।

এগুলো আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেছেন আমি মানছি, কিন্তু এরকম আমার সঙ্গে করবেন না। তাও তিনি আমার কোলে বসে পড়েন। তবে সেই সময় ক্যামেরাটা অন থাকলে খুবই ভালো হত।’ পাশাপাশি মহিলাটি অভিযোগ তুলেছেন, ‘ বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। পছ্ন্দ না হলেও বিষয়টাকে নিজের মতো করে এড়িয়ে যেতেন তিনি। তবে আজ মাত্রা ছাড়িয়ে যাওয়ায় বাধ্য হয়ে ফেসবুকে লাইভ করছি ।’ ইতিমধ্যেই ওই ভিডিও(Video) শেয়ার করে ধিক্কার জানিয়েছেন তৃণমূল নেতা  দেবাংশু ভট্টাচার্য এবং কুণাল ঘোষ। তন্ময় ভট্টাচার্য সিপিএমের যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর এক সময় রাজ্য সভাপতি ছিলেন। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ছিলেন দমদমের বিধায়ক। তবে ২০২১ সালে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের(Minister Chandrima Bhattacharya) কাছে হেরে যান তন্ময়। শুধু তাই নয় চলতি বছর বরাহনগর বিধানসভা উপনির্বাচনে দাঁড়িয়েও জয়ী হতে পারেনি তিনি। আর এই আবহে  এবার প্রবীণ সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে উঠল মহিলা সাংবাদিককে অভব্য আচরণের অভিযোগ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়ির কালীপুজোয় প্রতিমার সাজসজ্জা-ভোগ রান্না, একার হাতেই সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী

ওসির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ  তুলে ধর্নায় মহিলা সাব ইনস্পেক্টর

‘বড় ষড়যন্ত্র’, মহিলা সাংবাদিককে হেনস্থা কাণ্ডে তন্ময়ের পাশেই বিকাশরঞ্জন

মেঝেতে পড়ে রক্ত, কালীপুজোর দিন সকালে খাস কলকাতায় প্রৌঢ়ের রহস্যমৃত্যু  

‘হাসপাতালে দালাল চক্রের পাণ্ডা ডাক্তাররাই’, বিস্ফোরক অভিযোগ শোভনদেবের

কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, ভিজবে কোন কোন জেলা!

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর