এই মুহূর্তে




২৯ বছরেই অবসর নিলেন ভারতীয় হকি দলের অধিনায়ক রানি রামপাল




নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ২৯ বছর বয়সেই অবসর নিলেন ভারতের মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক রানি রামপাল (Rani Rampal)। ১৬ বছরের হকি কেরিয়ারের অবসান ঘটালেন মহিলা হকি দলের প্রাক্তন অধিনায়ক। রানি রামপালের নেতৃত্বেই টোকিও অলিম্পিক্সে (২০২০) ভারত চতুর্থস্থান অর্জন করেছিল। অলিম্পিক্সের ইতিহাসে এটাই ছিল ভারতীয় মহিলা হকি দলের সেরা পারফরম্যান্স। মাত্র ২৯ বছর বয়সেই সোনালি কেরিয়ার গড়েছেন রানি রামপাল। ভারতের হয়ে মোট ২৫৪ ম্যাচে ২০৫ গোল করেছেন। ভারতীয় মহিলা হকির ইতিহাসে অন্যতম অবদান রেখেছেন রানি রামপাল। হরিয়ানার একটি ছোট গ্রাম থেকে উঠে এসেছেন রানি রামপাল। তাঁর বাবা কার্ট টানার হিসেবে কাজ করতেন। অর্থাৎ তাঁর পরিবার আর্থিক দিক থেকে তেমন স্বচ্ছ্বল ছিল না। তাই রানির জীবনী অত্যন্ত অনুপ্রেরণামূলক।

তবে কেন এত তাড়াতাড়ি হকি কেরিয়ার শেষ করলেন রানি, তা জানা যায়নি। মাত্র ১৪ বছর বয়সে অলিম্পিক কোয়ালিফায়ারের (২০০৮) মাধ্যমে আন্তর্জাতিক হকিতে অভিষেক করেছিলেন। তারপর ১৫ বছর বয়সে, তিনি ২০১০ মহিলা হকি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন, যেখানে তিনি সাতটি গোলও করেছিলেন। ১৯৭৮ সালের পর এটিই ছিল ভারতেরসেরা পারফরম্যান্স। কারণ এরপরেই বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নবম স্থান অর্জন করেছিল ভারত। একজন ফরোয়ার্ড হওয়ার পাশাপাশি রানি রামপাল মিডফিল্ডার হিসেবেও খেলেছেন। ভারতীয় দলের জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিলেন। ২০১৭ সালে মহিলা এশিয়া কাপে রৌপ্য পদক এবং এশিয়ান গেমসে (২০১৮) রৌপ্য পদক জিতেছিলেন রানি। এছাড়াও তিনি ২০২০ সালে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং একই বছরে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মশ্রী পান রানি রামপাল।

এছাড়াও সম্প্রতি সাব-জুনিয়র মহিলা দলের জাতীয় কোচের দায়িত্ব পেয়েছেন রানি। সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা করে রানি জানালেন, ‘আমি একটি অসাধারণ একটা যাত্রা সফর করেছি। আমি কখনও ভাবিনি যে আমি এতদিন ভারতের হয়ে খেলব। আমি ছোটবেলা থেকেই অনেক দারিদ্র্যতা দেখেছি, কিন্তু আমার মনোযোগ সবসময় ছিল দেশের জন্যে কিছু করার, দেশের প্রতিনিধিত্ব করার দিকে আমার বেশি ঝোঁক ছিল।’ রানি অবসর ঘোষণার পরে হকি ইন্ডিয়া এক্স পোস্টে লিখেছেন, “শ্রেষ্ঠতার একটি যুগ শেষ হল! আজ, আমরা এক এবং একমাত্র রানি রামপালকে বিদায় জানাচ্ছি, একজন আইকন যিনি এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় হকিকে সংজ্ঞায়িত করেছেন। ভারতকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে সারা দেশে উচ্চাকাঙ্ক্ষী ক্রীড়াবিদদের জন্য অনুপ্রেরণা হয়েছেন, রানির উত্তরাধিকার চিরকাল জ্বলজ্বল করবে। ধন্যবাদ, রানি, আপনার অতুলনীয় উৎসর্গ, নেতৃত্ব এবং আবেগের জন্য। আপনি পরবর্তী প্রজন্মের জন্য পথ প্রশস্ত করেছেন, এবং ভারতীয় হকিতে আপনার প্রভাব আগামী বছরের জন্য অনুভূত হবে।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধোনি-বিরাট কোহলি থেকে গেলেন পুরনো দলে, শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিল KKR

তিন দিনেই শেষ চট্টগ্রাম টেস্ট, টাইগারদের চুনকাম করল আফ্রিকার সিংহরা

ভারতের বিরুদ্ধে টি ২০ সিরিজের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

শান্তর পর কে হবেন বাংলাদেশের নতুন অধিনায়ক ?

BAN vs SA:শুরুতেই ধাক্কা, ১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅন পেল বাংলাদেশ

পাকিস্তানে খেলতে ব্যস্ত বেন স্টোকস, বাড়িতে ভয়াবহ চুরি

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর